বিডি ল নিউজঃ
জামালপুর শহরের একটি কিনিকে মঙ্গলবার রাতে অস্বাভাবিক এক কন্যা শিশুর জন্ম হয়েছে। শিশুটির হাত ও পা স্বাভাবিক থাকলেও মুখ নেই, হাতির সুরের মত নাক, থুতনির স্থানে পাশাপাশি দুটি চোখ ও গলার স্থানে দু’টি কান। অস্বাভাবিক শিশুটি জন্মের সময় জীবিত থাকলেও পরে মারা যায়।
অপারেশনের পর শিশুটির মা আকলিমা বেগম সুস্থ রয়েছেন বলে জানান গাইনি কনসালটেন্ট ডা. শফিকুল ইসলাম। জানা গেছে, গত সোমবার গৃহবধূ আকলিমা বেগম শহরের তমালতলাস্থ ইউরোপা ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে ভর্তি হন।
তিনি সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বেয়ারা পলাশতলা গ্রামের নেহাজ উদ্দিনের স্ত্রী। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। মঙ্গলবার রাতে আকলিমা বেগমকে সিজার অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নেয়া হয়। পরে আকলিমা বেগম অস্বাভাবিক এক কন্যা শিশুর জন্ম দেন।
Discussion about this post