নিজস্ব প্রতিবেদক: মাহবুবে আলমের অ্যাটর্নি জেনারেল পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি গ্রহণযোগ্য নয় বলে সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
পরে রিট আবেদনকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ বলেন, রিট আবেদনটি গ্রহণযোগ্য নয় বলে তা খারিজ করেছেন আদালত। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে।
৬৭ বছর পূর্ণ হয়ে যাওয়ায় মাহবুবে আলম অ্যাটর্নি জেনারেল পদে থাকতে পারেন না মর্মে দাবি করে তার পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে গত নভেম্বরে রিটটি করেন ইউনুস আলী।
পর দিন রিট আবেদনটি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে উত্থাপন করা হয়। আদালত বিব্রতবোধের কথা জানান। এরপর প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে পাঠিয়ে দেন। শুনানি শেষে তারা আজ এই আদেশ দেন।




Discussion about this post