আন্তর্জাতিক ডেস্ক: উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে লন্ডনের ইকুয়েডর দূতাবাস ছাড়ার অনুমতি দিতে ব্রিটেইন সরকারের প্রতি আহবান জানিয়েছে জাতিসংঘ। দূতাবাস ছাড়ার সময় গ্রেফতার বা পুলিশি হয়রানি না করতে একটি আবেদন করেছেন সংস্থাটির মানবাধিকার বিশেষজ্ঞরা।
২০১৬ সালে জাতিসংঘের মানবাধিকার কমিশনের তদন্ত প্রতিবেদনে বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া অবৈধভাবে ইকুয়েডোর দূতাবাসে আটক থাকতে বাধ্য করা হয়েছে উইকিলিকস প্রতিষ্ঠাতাকে।
এর আগে, সুইডেনে রাজনৈতিক আশ্রয় চাইলে, যৌন কেলেঙ্কারির অভিযোগে অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদের প্রস্তাব দেয় সুইডিশ পুলিশ। অ্যামেরিকার সরকারের গোপন নথি ফাঁসের পর থেকে লন্ডনের ইকুয়েডোর দূতাবাসে অবস্থান করছেন জুলিয়ান অ্যাসাঞ্জ।
Discussion about this post