অনলাইন ডেস্ক:-
আইনজীবিদের সুরক্ষা দিতে নতুন আইন বানানােয় সরব বার কাউন্সিল অফ ইন্ডিয়া। সরকারের কাছে আগেই এই বিষয়ে প্রস্তাব গিযেছে। আর ইতিমধ্যেই এই নতুন বিলের খসড়া সর্বসমক্ষে এনেছেন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তৈরি করা সাত সদস্যের কমিটি।
আইনজীবিদের হেনস্থা বা মারধর করলেই প্রমাণের ভিত্তিতে পাঁচ বছরের জেল ও দশ লক্ষ টাকা জরিমানা হবে বলে খসড়ায় জানানাে হয়েছে। এই খসড়া সর্বসমক্ষে আনা হয়েছে আর আগামী ৯ জুলাই-এর মধ্যে জনগণের প্রতিক্রিয়া চেয়েছে সাত সদস্যের কমিটি।
দেশে দেখা গিয়েছে ডাক্তারদের মতােই, আইনজীবিদের কোথাও মারধর করা বা হেনস্থা করা হয়। কিন্তু সঠিক কোনও আলাদা নিয়ম না থাকায় পার পেয়ে যান অভিযুক্তরা। ভাই এবার আইনজীবিদের এই নিগ্রহের হাত থেকে বাঁচাতে গুরুত্বপূর্ণ এই বিলের খসড়া সরকার পক্ষের কাছে পাঠাচ্ছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া।
বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফেই বরিষ্ঠ আইনজীবি ও আইনের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে এই বিশেষ কমিটি গড়া হয়। জানা গিয়েছে, আগামী ১ জুলাই পর্যন্ত সকলের মতামত ও যুক্তি নিযেই সংশােধন করে এই বিলের খসড়া আইনে পরিণত করার জন্য আইন ও বিচার-ব্যবস্থা দফতরে পাঠানাে হবে।
এই বিল নিয়ে আলােচনা হতে পারে এটাই আশা বার কাউন্সিল অফ ইন্ডিয়ার।খসড়ায় জানানাে হয়েছে, আইনজীবিদের গায়ে হাত দেওয়া কিংবা মারধরের ঘটনায় ছয় থেকে সর্বোচ্চ পাঁচ বছরের জেল হতে পারে।
খসড়ায এও জানানাে হয়েছে, কোনও আইনজীবি যিনি নির্দিষ্ট একটি মামলার সঙ্গে লড়ছেন তার উপর কেন্দ্র বা রাজ্যসরকারের কোনও চাপ বা এজেন্সির চাপ দেওয়া যাবে । অতিমারী ও প্রাকৃতিক দুর্যোগের সময় অতিরিক্ত সাহায্যে করতে হবে সরকারকে।
Discussion about this post