নিজস্ব প্রদিবেদক:-
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদ্য সাবেক সভাপতি এডভােকেট মােঃ শাহ আলমকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করতঃ হাত কড়া পরিয়ে পুলিশ হেফাজতে নেওয়ার বিষয়ে বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি মুহাম্মদ শফিক উল্যা ও অপর ৬ জন সদস্য সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ছয় বারের নির্বাচিত সাধারন সম্পাদক ও সাত বারের নির্বাচিত সাবেক সভাপতি এডভােকেট জনাব মােঃ শাহ আলমকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করতঃ হাতকড়া পরিয়ে পুলিশ হেফাজতে নেওয়ায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন আইনজীবীগণ।

আজ মঙ্গলবার গনমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মুহাম্মদ শফিক উল্যা ও অপর ৬ জন সদস্য বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্যে করছি যে, সাতক্ষীরা আইনজীবী সমিতির একাধিকবার নির্বাচিত সভাপতিকে হাতকড়া পরিয়ে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে যাহা অত্যন্ত নিন্দনীয়।.
একজন আইনজীবীর বিরুদ্ধে মামলা থাকলেও তাকে হাতকড়া পরিয়ে হেফাজতে নেওয়ার কোন প্রয়ােজন ছিল না। আইনজীবীগন সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং পুলিশ গ্রেফতারী পরােয়ানা সম্পর্কে অবহিত করলে উক্ত আইনজীবী পুলিশের সাথে চলে যান, সেক্ষেত্রে হাতকড়া পরানাের কোন প্রয়ােজন হয় না। আমরা সম্মানিত আইনজীবীকে হাতকড়া পরিয়ে পুলিশের হেফাজতে নেওয়ার তীব্র নিন্দা জানাচ্ছি।
Discussion about this post