জানা গেছে, সুপ্রীম কোর্টে আইনজীবীদের ওপর সরকার দলীয় সমর্থকদের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা আদালত বর্জনের পাশাপাশি বিচারকদের বিচারকাজ বন্ধ রাখার দাবি জানান।
এই দাবিতে তারা আজ মঙ্গলবার সকাল থেকে আদালত প্রাঙ্গণে মিছিল-সমাবেশ করেছে। একপর্যায়ে তারা মিছিল নিয়ে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম (সিএমএম) মশিউর রহমানের আদালতের সামনে বিক্ষোভ করেন।
বিএনপিপন্থী আইনজীবী ও সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার বলেন, ‘আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে মিছিল-সমাবেশ করেছি। সকাল সাড়ে ১১টার সময় সিএমএম সাহেব এজলাসে উঠলে আমরা বিনয়ের সঙ্গে আমাদের কর্মসূচির কথা জানালে তিনি আদালতের সব কার্যক্রম বন্ধ রেখেছেন।’ একইভাবে সব মহানগর হাকিমের আদালতও বন্ধ রয়েছে বলে জানান তিনি।
অবস্থন কর্মসূচি ও কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন বারের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী, আইনজীবী ফোরাম নেতা এডভোকেট আব্দুস সাত্তার, এডভোকেট এনামুল হক, এডভোকেট হায়দার মোহাম্মদ সোলেইমান, এডভোকেট সামশুল আলম, এডভোকেট এস কিউ এম নূরুল ইসলাম, মফিজুর রহমান প্রমুখ।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) রেজাউল মাসুদ বলেন, বিএনপিপন্থী আইনজীবীরা ‘সকাল থেকে মিছিল-সমাবেশ করেছেন। তারা এক পর্যায়ে সিএমএম’র এজালাস কক্ষের সামনেও মিছিল করেছে। আদালত এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’ আদালতের কার্যক্রম বন্ধের ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি তিনি।
Discussion about this post