বিডি ল নিউজঃ বছরে দুইবার পরীক্ষা হওয়ার কথা থাকলেও দুই বা তিন বছরে একবার করে হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা। সর্বশেষ ২০১৭ সালে এমসিকিউ পরীক্ষার পর লিখিত পরীক্ষা হলেও রেজাল্টের কোন খবরই ছিলো। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়েছেন ৮১৩০ জন। সোমবার (৪ জুন) সারাদেশের আইনজীবীদের নিবন্ধন ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে সংস্থার সচিব মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফলাফল প্রকাশ করা হয়।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার সময়সূচী পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
উল্লেখ, ২০১৭ সালের ১৪ অক্টোবর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। আইনজীবী তালিকাভুক্ত হতে এমসিকিউ উত্তীর্ণদের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষায় ১১ হাজার ৮৪৬ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এর আগে ২১ জুলাই নৈর্ব্যক্তিক (প্রিলিমিনারি) পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই পরীক্ষায় অংশ নেন প্রায় ৩৪ হাজার ২০০ শিক্ষার্থী। সেখান থেকে ১১ হাজার ৮৪৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন।
সর্বশেষ ২০১৫ সালে এনরোলমেন্ট পরীক্ষার মাধ্যমে আইনজীবীরা তালিকাভুক্ত হন।
Discussion about this post