নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও দেশের সব জেলা জজ আদালত অঙ্গন থেকে টাউট, দালাল ও দুর্নীতি নির্মূলে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়াকে আহ্বায়ক এবং মো. সাহাবুদ্দীন খানকে (লার্জ) সদস্য সচিব করে ‘আইনাঙ্গনে টাউট-দালাল-দুর্নীতি নির্মূল আন্দোলন’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এই সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় বলে জাগো নিউজকে জানান মো. সাহাবুদ্দীন খান (লার্জ)।
সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া জানান, ‘মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে সারাদেশের প্রত্যেক আইনজীবী সমিতিতে (জেলা বারে) এ সংগঠনের কমিটি গঠন করা হবে।’
এ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন– সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. বদরুল হাসান কচি, এম. এইচ সুলাইমান মিন্টু, ইমতিয়াজ ফারুক, মো. জাহাঙ্গীর আলম, ড. মো. রেজাউল হক, ব্যারিস্টার মোহাম্মদ আতিকুর রহমান, ব্যারিস্টার চৌধুরী মুর্শেদ কামাল টিপু, ব্যারিস্টার সৌমিত্র সরদার পিকলু, অ্যাডভোকেট মো. সালাউদ্দিন শিকদার, জহির উদ্দিন (লিমন), মো. আলী আহসান মোল্লাহ, মো. আবু সায়েম, মো. আলাউদ্দিন, মো. সাইফুল ইসলাম সুমন, মো. আলম খান, মিজানুর রহমান শিহাব, শামসুল ইসলাম মুকুল, মো. ওবায়দুল ইসলাম, কাজল রশিদ বিশ্বাস, শাহরিয়ার ভূঞাঁ, কাজী হেলাল উদ্দিন, মো. মুজাহিদুল ইসলাম, রাওমান স্মিতা, ফারজানা সুলতানা, আতিকুর রহমান, মো. জাহিদুল আলম, এম এমদাদুল হক, মোহাম্মদ আতিকুর রহমান, মো. আবু হানিফা, বজলুর রশিদ দোলন, হামিদুল ইসলাম, শাহ্ পরান চৌধুরী, মহিউদ্দিন পলাশ, মো. জাহেদুল আলম (জাহিদ), গোলাম সরওয়ার (পলাশ), মো. নাসির উদ্দিন, মোহাম্মদ মুশফিকুল হক, এনামুল হুসাইন সুমন, এ কে এম শওকত উদ্দিন রেন্টু, মো. মাহবুবুর রশিদ এবং মো. মশিউর রহমান।
কমিটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন– অ্যাডভোকেট এ. বি. এম গোলাম মোস্তফা তাজ, আক্তার হোসেন সুমন, রাশেদুল হাসান সুমন, অপূর্ব কুমার বিশ্বাস, মো. আনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, তপন কুমার দাস, মো. মোতালিব ভূঞা, এ. কে. এম ফজলুল হক আকন্দ, মো. জামিল আনোয়ার পারভেজ, নিলুফা ইয়াসমিন (লিমা), জোবেদা বেগম, আব্দুর রশিদ, আবু বক্কর সিদ্দিকী, মো. আদিলুল হাকিম সরদার (আদিল), ড. আনিছুর রহমান, আরিফুল ইসলাম, ফরহাদ মোল্লা, মো. ইমদাদুল হক, হুমাউন কবীর, সুলতান মাহমুদ, আমিরুল ইসলাম (খোকন), এ. কে. এম ফজলুল হক, মো. ঈশা, ব্যারিস্টার মুসতাসিম তানজীর, অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল মামুন, মো. মতিউর রহমান, ব্যারিস্টার মহিউদ্দিন মো. হানিফ (ফরহাদ), অ্যাডভোকেট এ. কে. খান উজ্জল, মো. দিদার হোসেন রিজভী, ইসমত আরা জাকিয়া, ইসমত সুলতানা দিপা, সোনিয়া সরদার, মোহাম্মদ রবিউল হোসেন, নুরুল ইসলাম (মুকুল), মো. কামাল হুসাইন তালুকদার, আমিনুল ইসলাম মজুমদার, আরিফুল হক রোকন, এমদাদুল হক বশির, আল আহাসান লস্কর এবং তাহমিনা আক্তার (দিনা)।
Discussion about this post