নিজস্ব প্রতিবেদক:-
সাবেক বিচারপতি / বিচারক, আইনজীবী, শিক্ষানবিশ আইনজীবী, আইনের ছাত্র-ছাত্রীদের স্বেচ্ছাসেবী আইনি সংগঠন ল’ এসোসিয়েশন অব বাংলাদেশ (ল্যাব) এর নোয়াখালী জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আহবায়ক শরিফুল হক (তুমুল) ও যুগ্ম আহবায়ক মোঃ আশফাক-উল-হক (নিলয়) এই কমিটির অনুমোদন দেন।
এতে নর্দান বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা এমরান হোসাইন আভ্রারীকে সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রীধারী ও ঐতিহ্যবাহী সেন্ট্রাল ল’ কলেজে অধ্যয়নরত মেধাবীমুখ ফয়েজ আহমেদ তৌকির কে সাধারন সম্পাদক ও আলী মুতর্জা চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করা করা হয়েছে।
কমিটিতে অন্যান্যদের মধ্যে যথাক্রমে মো: আতিকুর রহমান, রাসনি রাখি, মির্জা ওমর ফারুক সহ সভাপতি।সফি উল্লাহ চৌধুরী ফাহাদ,কাউছার হামিদ, কামাল হোসাইন সহ সাধারণ সম্পাদক।
মো সাজ্জাদ রাহমান, দেবব্রত দাস সৌরভ, আহসান হাবিব রিফাত, জাহি মাসুম,আশফাক হোসাইন রুমন,তৌহিদ মুনিম শিস,সহ সাংগঠনিক সম্পাদক। মো সালাউদ্দিন কাদের চৌধুরী (দপ্তর সম্পাদক), শামসুজ্জামান চৌধুরী (অর্থ সম্পাদক),সাদি মনায়েম (আইন সম্পাদক), মনি নাথ (নারী ও শিশু সম্পাদক), অমিত চক্রবর্তী (সমাজ কল্যান সম্পাদক), অরন্য বনিক (প্রচার সম্পাদক),ও ইয়াকুব কিশোর মামুন, আলাউদ্দিন ইমন কামরুল হাসান ফাহিম, মো মামুন,সুমন আহমেদকে সদস্য করা হয়।

সুন্দর একটি কমিটি উপহার দেওয়ার জন্য ঘোষিত কমিটির সভাপতি/ সাধারণ সম্পাদক এক বিবৃতিতে কেন্দ্রীয় কমিটির আহবায়ক, যুগ্ম আহবায়কসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ সময় তারা কেন্দ্রীয় কমিটির দিক নির্দেশনা অনুযায়ী নোয়াখালী জেলার সকল নাগরিকের মৌলিক অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতকরণ এর মাধ্যমে নিপীড়িত অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, ল- এসোসিয়েশন অব বাংলাদেশ (ল্যাব) মূলত সাবেক বিচারক, বিজ্ঞ আইনজীবী, শিক্ষানবিশ আইনজীবী, আইনের শিক্ষক ও ছাত্র- ছাত্রীদের সমন্বয়ে গঠিত একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী আইনি সংগঠন। ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠায় সংগঠনের সাথে যুক্ত থাকা সকল সদস্যগন প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠালগ্ন থেকেই ল্যাব বিভিন্নরকম মহৎ কাজের সাথে জড়িত রয়েছে।
Discussion about this post