বাংলাদেশ আইন সমিতির নতুন সভাপতি হিসেবে এএম আব্দুল মান্নান এবং সাধারণ সম্পাদক হিসেবে আবু হানিফ নির্বাচিত হয়েছেন।
শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবন চত্বরে সমিতির ৩০তম বার্ষিক সম্মেলনে তাদের নাম ঘোষণা করা হয়।
সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
সমিতির সদ্য বিদায়ী সভাপতি এ কে এম আফজাল উল মুনীর‘র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিচারপতি এ কে এম শাহিদুল হক, ইউকে- বাংলাদেশ আইন সমিতির সভাপতি শাহ আলম সরকার, বিচারপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, ‘দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় যুগোপযোগী আইন প্রণয়নের লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ আইন সমিতি। আইন সমিতি ভ্রাতৃত্বমূলক সংগঠন।’
স্বাধীনতা নিয়ে কেউ বিতর্ক করলে আইন সমিতিকে তার প্রতিবাদ করতে হবে বলে জানান আইনমন্ত্রী। আদালতের সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনে সরকারের সদিচ্ছা রয়েছে বলেও এসময় তিনি মন্তব্য করেন।
অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, ‘১৯৭১ সালে গণহত্যার সূচনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্থান গণহত্যার স্বাক্ষর বহন করছে।’
একাত্তরে পাকিস্তানের ভূমিকার জন্য তাদের অবশ্যই ক্ষমা চাইতে হবে বলে দাবি জানান তিনি।
Discussion about this post