বিডি ল নিউজঃ

অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিশেল জনসন আইসিসির ক্রিকেটার অব দ্য ইয়ার এবং টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ার হয়েছেন। দ্বিতীয়বারের মতো স্যার গারফিল্ড সবারস পুরস্কারজয়ী দ্বিতীয় খেলোয়াড় হচ্ছেন জনসন। এর আগে স্বদেশি রিকি পন্টিংই কেবল দু’বার পুরস্কারটি জিতেছেন। ২০০৯ সালে প্রথম আইসিসির ক্রিকেটার অব দ্য ইয়ার হয়েছিলেন জনসন। খবর বিবিসির
আইসিসি অন্যান্য ক্যাটাগরিতেও সেরা খেলোয়াড়দের নাম ঘোষণা করেছে। ওডিআই ক্রিকেটার অব দ্য ইয়ার হয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। ইমার্জিং ক্রিকেটার অব দ্য ইয়ার’র পুরস্কার জিতেছেন ইংলিশ ব্যাটসম্যান গ্যারি ব্যালান্স। উইম্যান্স ওডিআই ক্রিকেটার অব দ্য ইয়ার হয়েছেন ইংলিশ উইকেটরক্ষক ও ব্যাটসম্যান সারাহ টেইলর।
এদিকে, আইসিসির আম্পায়ার অব দ্য ইয়ার হিসেবে পুরস্কৃত হয়েছেন রিচার্ড কেটলবুরো।



Discussion about this post