নিজস্ব প্রতিবেদক: দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে পুলিশের সাথে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে হাজির হয়েছেন বিএনপির কয়েক হাজার নেতাকর্মী।
আজ সোমবার হাইকোর্টের বিভিন্ন বেঞ্চে এর শুনানি চলছে। ইতিমধ্যে প্রায় ৫শ’ জনকে আগাম জামিন দিয়েছেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন দু’টি বেঞ্চ।
বিএনপির নেতাকর্মীদের পক্ষে আদালতে আছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি জয়নুল আবেদীন, সম্পাদক মাহবুব উদ্দিন খোকন ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তাদের সহায়তা করছেন ফাইয়াজ জিব্রান মইন, কবির হোসেন লিয়ন, আফতাব উদ্দিন প্রমুখ আইনজীবী।
এদিকে, আগাম জামিন নিয়ে আজ সকাল থেকেই সংশ্লিষ্ট আদালতের সামনে এসে হাজির হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। ফলে আদালত এলাকায় উপচে পড়া ভিড়ের সৃষ্টি হয়। ময়মনসিংহ, ফুলবাড়িয়া, গফরগাঁও, কেন্দুয়া, পাগলা, ফুলপুর, ফুলবাড়িয়া, বগুড়াসহ দেশের বিভিন্ন জেলা ও থানা থেকে নেতাকর্মীরা এসেছেন।
Discussion about this post