আচরণবিধি লঙ্ঘনের দায়ে নাটোরের বাগাতিপাড়ায় নেকবর হোসেন নামে বিএনপি’র এক বিদ্রোহী প্রার্থীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৭ মার্চ) দিনগত রাত সাড়ে আটটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার ফরহাদ আহমদ এই দণ্ডাদেশ দেন।
নেকবর হোসেন পাকা ইউনিয়নে বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী হিসাবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার ফরহাদ আহমদ জানান, আচরণবিধিতে বলা আছে, কোনো প্রার্থী একাধিক মাইক ব্যবহার করতে পারবেন না। অথচ নেকবর হোসেন তার ঘোড়া প্রতীকের প্রচারণায় একাধিক মাইক ব্যবহার করেছেন।




Discussion about this post