বিডি ল নিউজঃ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিশেষ আদালতে বিচারাধীন জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলার শুনানি আজ। তবে খালেদা জিয়ার আইনজীবীরা জানিয়েছেন, আদালতে হাজির হচ্ছেন না তিনি। বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ হওয়ায় এবং হরতাল-অবরোধে নিরাপত্তাজনিত কারণে বিশেষ আদালতে হাজির হতে পারবেন না বলে গতকাল জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী এডভোকেট সানাউল্লাহ মিয়া। বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে দুই মামলার সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। গত বছরের ১৯ মার্চ আদালত খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। রাজধানীর রমনা ও তেজগাঁও থানায় এই দুইটি মামলা করে দুর্নীতি দমন কমিশন-দুদক।




Discussion about this post