
আজ (০৩ এপ্রিল) থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কার্যক্রম অনলাইন কার্যতালিকা (কজলিস্ট) অনুযায়ী পরিচালিত হচ্ছে।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে নিউজ আপডেটে আজ রোববার এই তথ্য জানানো হয়েছে।
এর আগে, গত ১৫ই ফেব্রুয়ারি আইনজীবীদের অনুরোধে দ্বিতীয় দফায় আরও দেড়মাস বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত অনলাইনের পাশাপাশি কাগজের কজলিস্ট রাখার সিদ্ধান্ত নিয়েছিল সুপ্রীমকোর্ট প্রশাসন।
সেই সময় সুপ্রিমকোর্ট প্রশাসন জানিয়েছিলেন, এরপর কাগজের তালিকা উঠিয়ে শুধুমাত্র অনলাইনেই কজলিস্ট প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি থেকেই সুপ্রিমকোর্টের কজলিস্ট পুরোপুরি অনলাইনে প্রকাশ করার কথা ছিল। গত ২৮ জানুয়ারি এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণাও দেয়া হয়। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেন। পরে সুপ্রিমকোর্টের আইনজীবীদের অনুরোধের প্রেক্ষিতে কাগজে ছাপা কজলিস্ট প্রকাশের মেয়াদ প্রথম ধাপে আরো ১৫ দিন বৃদ্ধির সম্মতি দেয় প্রধান বিচারপতি।
সুপ্রিম কোর্ট সূত্র জানায়, মূলত ডিজিটালাইজেশন নিশ্চিত করতে কাগজের কার্যতালিকা তুলে দেয়া হচ্ছে। এতে মামলাজট ও জনদুর্ভোগ, সংশ্লিষ্টদের খরচও কমবে।
উল্লেখ্য, গত বছরের ১ নভেম্বর থেকে সুপ্রিমকোর্টের উভয় বিভাগের কার্যতালিকা (কজলিস্ট) কাগজে ছাপানোর পাশাপাশি একযোগে অনলাইনেও প্রদর্শন শুরু হয়। তখন বলা হয়, তিনমাস পরীক্ষামূলকভাবে ছাপা ও অনলাইন কার্যতালিকা একসঙ্গে চালু থাকবে। এরপর কাগজে কার্যতালিকা ছাপা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হবে। সেই আলোকে আজ থেকে হাইকোর্ট বিভাগের কার্যতালিকা শুধু অনলাইনেই থাকছে।




Discussion about this post