নাশকতার মামলায় গ্রেপ্তার ১৯ শিবির নেতাকর্মীকে ৫ দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। ১০ দিন করে রিমান্ড আবেদনের শুনানি শেষে বুধবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট ওয়ায়েজ কুরুনী খান চৌধুরী এ রিমান্ড মঞ্জুর করেন।
রাজধানীর খিলগাঁও থানার এসআই মো. মনিবুর রহমান সুজন এই রিমান্ড আবেদন করেন।
রিমান্ডকৃতরা হলেন- খিলগাঁও থানা শিবিরের সভাপতি মো. মোতাহের হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, একই থানার আইডিয়েল স্কুল ওয়ার্ড শিবির সভাপতি মো. মনির হোসেন, একই থানার ফয়জুর রহমান অইডিয়েল স্কুল ওয়ার্ড শিবির সভাপতি আলাউদ্দিন খলিফা, খিলগাঁও থানা শিবির সদস্য ফয়সাল হোসেন, শিবিরকর্মী সুমন মিয়া, মনিরুল ইসলাম, কাউসার আহম্মেদ, রবিউল ইসলাম, আফসার আলী, রাসেল রানা, শেখ সাইফুল্লাহ, মনিরুল ইসলাম, মো. ইসমাইল, মো. কামরুজ্জামান, হাবিবুর রহমান ফাহিম, মো. রোমন মোল্লা, মো. ইসমাইল হোসাইন ও মো. শাহ আলম।
গত মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ৭৩৩/এ (৬ষ্ঠ তলার) বাসায় গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁও থানা পুলিশ অভিযান চালালে আসামিরা পালানোর চেষ্টা করে। এসময় তাদের আটক করা হয়। ওই সময় আসামিদের কাছ থেকে বিপুলসংখ্যক জিহাদি বই, একটি কম্পিউটার, সতটি ককটেল, চারটি চাপাতি ও বিভিন্ন দলিলপত্রসহ ১০ প্রকারের আলামত উদ্ধার করে।
আসামিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করে অপরাধ সংগঠনের ষড়যন্ত্রমূলক বৈঠকের জন্য তারা মিলিত হয়েছিল।
তবে আসামিপক্ষে অ্যাডভোকেট কামাল উদ্দিন রিমান্ড বাতিলপূর্বক জামিন আবেদনের শুনানি করে বলেন, ‘আসামিদের কাছ থেকে কোনো কিছু উদ্ধার হয়নি। তাদের ঘুম থেকে তুলে নিয়ে আসা হয়।’
Discussion about this post