যদি আপনি আত্বহত্যা করার উদ্যোগ নেন এবং অনুরুপ অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে কোন কাজ করেন তাহলে আপনার ১ বছর পযর্ন্ত কারাদন্ড বা জরিমানা হতে পারে। বা উভয় শান্তিই হতে পারে। দন্ডবিধি, ১৮৬০ এর ৩০৯ ধারায় বলা আছে এর কথা।
দন্ডবিধির ৩০৬ ধারা অনুযায়ী আত্মহত্যা সহায়তার শাস্তি ১০ বছরের কারাদন্ড ও অর্থদন্ড। তাই বলি, আত্মহত্যা নয়, জীবনকে ভালোবাসুন। এটিই পরিবর্তনের পূর্বশর্ত।
ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও আত্বহত্যা করা মহাপাপ।
আত্মহত্যা মানে নিজকে নিজে ধ্বংস করা।
কেন করবেন ? আবার ভাবুন। সুন্দর পৃথিবী থেকে এত সহজে নিজেকে ধ্বংস করার আগে নিজের জীবনটা আরো চমৎকার ভাবে অন্যের তরে কিভাবে কাজে লাগানো যায় তা ভাবুন।
আত্বহত্যা কোন সমাধান নয়, বরং আরো সমস্যার সৃষ্টি। নিজেকে নিজে মূল্য দিন, জীবন আপনাকে মূল্যবান করে দিবে অন্যের কাছে।
Discussion about this post