ডেস্ক রিপোর্ট
পাবলিক প্রসিকিউটরদের (পিপি) উদ্দেশে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘দুর্নীতির ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আদালত অঙ্গনে দুর্নীতি সংক্রান্ত সকল ট্রাডিশনাল প্র্যাক্টিস পরিহার করুন।’ রবিবার (২০ ডিসেম্বর) সরকারি কৌঁসুলি জিপি ও পিপিদের ২২তম প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এ আহ্বান জানান। প্রশিক্ষণটির আয়োজন করে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট।
এ সময় প্রশিক্ষণে উপস্থিত জিপি-পিপিদের উদ্দেশ করে আনিসুল হক বলেন, ‘কোভিড-১৯ করোনাভাইরাস নামে এই বৈশ্বিক মহামারিতে আমাদের জীবনযাপন কিছুটা পরিবর্তিত হয়েছে। এই পরিবর্তিত অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ডিজিটাল উন্নয়নের সফলতার কারণে আজকে অনলাইনের মাধ্যমে এই নতুন বাস্তবতায় প্রশিক্ষণ গ্রহণ করা সম্ভব হচ্ছে। দেশে ভার্চুয়াল কোর্ট চালু হওয়ার পর প্রায় ৭২ হাজার মামলা নিষ্পত্তি হয়েছে। ভার্চুয়াল কোর্ট পরিচালনার পদক্ষেপগুলো অত্যন্ত প্রশংসিত হয়েছে। এতে সারা বিশ্বে আমাদের মুখ উজ্জ্বল হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘আপনারা (জিপি-পিপি) স্ব স্ব জেলায় সর্বোচ্চ আইন কর্মকর্তা। আপনাদের বেতন বা সম্মানি পরিববর্তন করার চেষ্টা করছি। তার একটি ব্যবস্থা করতে পারবো। বর্তমানে ৩০ লাখের বেশি মামলা বিচার বিভাগে আটকে আছে। এই মামলা যদি আমরা শেষ না করতে পারি, তাহলে জনগণ বিচার ব্যবস্থার ওপর আস্থা হারাবে। আর জনগণ যদি বিচার ব্যবস্থার উপর যদি আস্থা হারায় তবে পরিস্থিতিটা কী হবে, তা আপনারা সবাই জানেন।
আমরা কেউ চাই না সেটা হোক। তাই মীমাংসাযোগ্য মামলাগুলো আদালতের বাইরে নিষ্পত্তিতে জোর দিতে হবে। আর তাতে নেতৃত্ব দিতে হবে আপনাদেরকেই। একটি দেওয়ানি মামলা দাদা শুরু করে গেলে এরপর বাবা হয়ে নাতি পর্যন্ত সেই মামলা পরিচালনার মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। আমরা আর এই অবস্থার মধ্যে থাকতে চাই না। এই অবস্থা পরিবর্তন করতে গেলে যা যা দরকার সেটা করতে হবে। তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে এই প্রশিক্ষণ।’
এ সময় মন্ত্রী বলেন, ‘আধুনিক বিশ্বে নরমাল কোর্টের বাইরেই ৯০ শতাংশ মামলা নিষ্পত্তি হয়ে যায়। আমাদের সেখানে যেতে হবে।’ আদালতের বাইরে মামলা নিষ্পত্তিতেও সরকারি কৌঁসুলিদের সহযোগিতা করতে আহ্বান জানান মন্ত্রী।
প্রতিষ্ঠানটির মহাপরিচালক বিচারপতি খোন্দকার মুসা খালেদের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার।
Discussion about this post