_th.jpg)
বিডি ল নিউজঃ এক মাস পরেই বিশ্বকাপ। আর বিশ্বকাপ উপলক্ষে সব দলই আসছে নতুন জার্সি নিয়ে। সেই ধারায় সবার আগে জার্সি বানিয়ে মিডিয়ায় ছবি প্রকাশ করল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্থান। বিশ্বকাপ সামনে রেখে জাতীয় দলের জন্য নতুন জার্সি উন্মোচন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একই পথে হেঁটেছে ভারতের চিরশত্রু পাকিস্তানও। দুটি দেশই বিশ্বকাপে সাফল্য লাভের আশায় আধুনিক ডিজাইনের জার্সি বানিয়েছে ক্রিকেটারদের জন্য।
বৃহস্পতিবার জাতীয় ক্রিকেট দলের নতুন জার্সি উন্মোচন করেছে ভারত। মহেন্দ্র সিং ধোনির দলের জন্য যে জার্সি ডিজাইন করা হয়েছে নীল রংয়ের। জার্সির উপরে সাদা অক্ষরে লেখা হয়েছে স্পন্সর কোম্পানি স্টারের নাম। এ ছাড়া ‘ইন্ডিয়া’ শব্দটি লেখা হয়েছে খয়েরি রংয়ে। ভারতীয় মিডিয়াগুলোর দেওয়া তথ্যানুসারে, ভারতের এই নতুন জার্সিটি খেলার মাঠে ক্রিকেটারদের জন্য যথেষ্ট আরামদায়ক হবে। এতে বাতাস চলাচলের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। যে কারণে খেলার মুহূর্তটিতে ক্রিকেটারদের শরীর যেমন ঠাণ্ডা থাকবে, তেমনি তাদের শ্বাস-প্রশ্বাসেও সুবিধা হবে।
শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত, ইংল্যান্ড ও স্বাগতিক অস্ট্রেলিয়ার অংশগ্রহণে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। বিশ্বকাপ সামনে রেখে নতুন জার্সি বানালেও ‘টিম ইন্ডিয়া’ তাদের নতুন জার্সি পরেই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বলে জানিয়েছে এনডিটিভি। আগামী রবিবার সিরিজে নিজের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারতীয়রা। উল্লেখ্য, জার্সিগুলো শতভাগ পলেস্টার নির্মিত। প্রতিটি জার্সি তৈরি করা হয়েছে ৩৩টি করে প্লাস্টিক বোতল রিসাইকেল করে।
এদিকে, ভারতের আগেই বুধবার রাতে বিশ্বকাপে দলের জন্য নতুন জার্সি উন্মোচন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই জার্সি উন্মোচন করা হয়েছে।
বিশ্বকাপের আসর শুরু হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। আর ১৫ ফেব্রুয়ারি দিবারাত্রির ম্যাচে অ্যাডিলেডে একে অন্যের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।
Discussion about this post