মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সিরাজদিখানে একটি রিসোর্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৮ নারী ও পুরুষকে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ। তবে রিসোর্টের মালিক ও ম্যানেজারকে আটক করতে পারেনি তারা।
শুক্রবার রাত আড়াই টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের চালতাতলা নামক এলাকার এমএ জে হলিডে রিসোর্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আজ শনিবার (০৭ সেপ্টেম্বর) তাদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মামলা দায়ের করা হয়েছে।
থানা পুলিশ জানায়, এমজে হলিডে রিসোর্টে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন অভিযোগে সেখানে অভিযান চালায় সিরাজদিখান (সার্কেল) সিনিয়র এএসপি মো. রাজিবুল ইসলাম ও সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো.ফরিদ উদ্দিন।
এ সময় ওই রিসোর্ট থেকে ০৭ তরুণী ও ১১ জন পুরুষকে আটক করা হয়। বর্তমানে তাদের সিরাজদিখান থানা হাজতে রাখা হয়েছে।
সিরাজদিখান থানার ওসি মো. ফরিদ উদ্দিন জানান, মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ি উপজেলার জশলং গ্রামের মো. রাশেদুল হাওলাদারের স্ত্রী বিথী আক্তারের অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার গভীর রাতে এমজে হলিডে রিসোটে অভিযান চালানো হয়। ওই রিসোর্টের বিভিন্ন কক্ষ থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৭ জন নারী ও ১১ জন পুরুষকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে যৌন উত্তেজক জিনিসপত্র ও বেশ কিছু কনডম উদ্ধার করা হয়। আটককৃত নারী-পুরুষ ঢাকা, কেরানীগঞ্জ, নারায়নগঞ্জ ও নরসিংদী এলাকার।
Discussion about this post