নিজস্ব প্রতিবেদক: বিশেষ জজ আদালত-৫-এ বিচারাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচার সম্পন্ন করতে পুরাতন ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের চলছে মামলার শুনানি।
শুনানিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজেকে অসুস্থ দাবি করে আদালতকে বলেছেন, আমি অসুস্থ, বার বার আসতে পারবো না। আমার বিরুদ্ধে যা খুশি সাজা দেন।
বুুধবার বেলা ১২ টার দিকে পুরনো কেন্দ্রীয় কারাগারের ভেতর স্থাপিত বিশেষ আদালতে উপস্থিত হয়ে খালেদা জিয়া একথা বলেন।
বিচার কাজ শুরুর আগে খালেদা জিয়াকে হুইল চেয়ারে করে আদালতে উপস্থিত করা হয়।
আদালতকে উদ্দেশ্য করে খালেদা জিয়া বলেন, আপনাদের যত দিন ইচ্ছা, যত ইচ্ছা সাজা দেন। আমি বার বার আসতে পারবো না। আমি অসুস্থ। আমি পা নাড়াতে পারি না। পা ফুলে গেছে। ডাক্তার আমাকে বিশ্রামে থাকতে বলেছে।
আদালতে তিনি প্রশ্ন তুলে বলেন, আগে গেজেট প্রকাশ করা হয়নি কেন?
Discussion about this post