বিডি ল নিউজঃ কিছু দিন আগেও সবিজের পাতা গরম করে দিয়েছিল এই নিউজটি যে, ধুম এর যে কোন সিরিয়ালে অভিনয় করবেন বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। কিন্তু নতুন খবর হলো বলিউডে আপাতত পা রাখছেন না আরিয়ান। খবরটি নিশ্চিত করলেন তার বাবা কিং খান। বলিউড লাইফ জানায়, আরিয়ানের বলিউড অভিষেকের খবরটি সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়েছেন বলিউড বাদশাহ এসআরকে।
সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত ২১তম লাইফ ওকে স্ক্রিন এ্যাওয়ার্ডের রেড কার্পেটে শাহরুখকে সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করেন। কিং খান জবাব দেন, ‘বলিউডে আসছে না আরিয়ান। সে এখনো তার পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে।’ বুঝাই যাচ্ছে, নিজের আদরের ছেলের বলিউড অভিষেক নিয়ে মোটেও তাড়াহুড়ো নেই কিং খানের। আর ঠিকই তো আছে। বয়স মাত্র ১৮ বছর। আরিয়ানের হাতে এখনও অনেক সময় আছে।
Discussion about this post