অবকাশে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারক হিসেবে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে মনোনীত করা হয়েছে। আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয় নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তাকে মনোনীত করেন।
মঙ্গলবার (১৪ জুন) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আগামী ২১ ও ২৮ জুন এবং ১০ জুলাই সকাল ১০টা হতে চেম্বার আদালতে মামলার শুনানি গ্রহণ করবেন।
আগামী ১৭ জুন থেকে সুপ্রিম কোর্টে অবকাশ শুরু হচ্ছে। অবকাশকালীন সময়ে জরুরি বিষয়সূমহ শুনানি ও নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এরই মধ্যে হাইকোর্টের ১৮টি বেঞ্চ পুনর্গঠন করেছেন।




Discussion about this post