
আফগানিস্তানের পূর্বাঞ্চলের ওয়ারদাক প্রদেশে আপিল বিভাগের এক জ্যেষ্ঠ বিচারককে গুলি করে হত্যা করেছে জঙ্গি সংগঠন তালেবান।
আফগান কর্তৃপক্ষ জানিয়েছেন, রোববার পার্শ্ববর্তী গজনি প্রদেশের বিচারপতি মোহাম্মদ আনোয়ার কে হত্যা করা হয়েছে। গত কয়েক মাস ধরে আফগান নিরাপত্তা বাহিনী ও সরকারি কর্মকর্তাদের ওপর হামলা জোরদার করেছে তালেবান।
এছাড়া দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা দখল করে নিয়েছে তারা।
এ অবস্থায় আফগান সরকার ও তালেবানের মধ্যে স্থগিত হয়ে যাওয়া শান্তি আলোচনা আবারো শুরু করতে আফগানিস্তান এবং প্রতিবেশী রাষ্ট্রগুলো জোর তৎপরতা শুরু করেছে।




Discussion about this post