বিডি ল নিউজঃ
মাঠ কাঁপাতে আবারও দলে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তী রোনালদো। প্রাণের খেলা ফুটবল বলেই হয়তো অবসর ভেঙ্গে আবারও মাঠে ফেরার ইঙ্গিত দিলেন তিনি। বুধবার এক সংবাদ সম্মেলনে তার নিজের মুখেই এমনটা জানালেন তিনবারের বর্ষসেরা এই তারকা।
এর আগে জাতীয় দল থেকে ২০১১ সালে অবসরের পর ঐ বছরই ক্লাব ফুটবলকেও বিদায় জানান তিনি। এরপর ফুটবলের উন্নয়নে বিভিন্ন সময় কাজ করেছেন রোনালদো। সর্বশেষ ৩৮ বছর বয়সে ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সে খেলার জন্য আবারও ক্লাব ফুটবলে ফেরার আভাস দিলেন রোনালদো।
তিনি খেলতে পারেন ফোর্ট লুডারডেল স্ট্রাইকার্সের জার্সিতে নর্থ আমেরিকার দ্বিতীয় বিভাগের দলে। এতো বেশি বয়সে আবারও ফুটবলে ফেরা সহজ হবে না সেটা রোনালদো নিজেও জানেন। তাই কি করতে হবে সেটাও জানালেন এই ব্রাজিলিয়ান।
এ বিষয়ে তিনি বলেন, এটা সহজ নয়, কারণ আমি খেলতে ভালোবাসি। আমি ফুটবল ভালোবাসি। পুরো জীবন ধরেই এটা ছিল আমার বড় ভালোবাসা। আমি যখন অবসর নেই, তখন শরীরের জন্যই খেলা বন্ধ করি। কারণ তখন অনেক ব্যথা আর চোট ছিল।
এরপরই আবারও মাঠে নেমে ফেরার চ্যালেঞ্জের কথা বলেন তিনি। এ বিষয়ে রোনালদোর অভিমত হলো, ফুটবল ম্যাচ খেলতে (শারীরিকভাবে) খুব ভালো অবস্থায় থাকতে হয়। আমি চেষ্টা করব, এটা আরেকটা চ্যালেঞ্জ। আমি নিশ্চিত, এটা লীগ আর দলকে সাহায্য করবে। আমি প্রচুর অনুশীলন করব এবং কোচের যদি আমাকে প্রয়োজন হয়, তাহলে হয়ত (ফিরব)।
রোনালদো ব্রাজিলের হয়ে ৯৮টি আর্ন্তজাতিক ম্যাচে প্রতিনিধিত্ব করে ৬২ গোল করেন তিনি। ক্লাব ফুটবলের ইতিহাসেও তার পারফরম্যান্স ছিল চমকপ্রদ। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের হয়ে অসাধারণ সব পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি। খেলেছেন ইতালিয়ান সিরি’এ লীগের দুই সেরা ক্লাব এসি মিলান এবং ইন্টার মিলানের জার্সিতেও। সর্বশেষ স্বদেশী ক্লাব করিন্থিয়ান্স থেকে বিদায় নেন তিনি। এই ক্লাবের হয়ে ৩১ ম্যাচ খেলে ১৮টি গোলের দেখা পান রোনালদো।
Discussion about this post