সাইটটি ছবি প্রকাশের পাশাপাশি দাবি করছে ফোনটির মডেল নাম্বার এসএম-জি৯২৮এ যা অ্যান্ড্রয়েড ৫.১.১ ললিপপে চলবে।
এ সমস্ত আগাম ফাঁসে কেউ কেউ মনে করছে আগস্টের ইভেন্ট উপলক্ষ্যে এটা নামেমাত্র চমক ছেড়ে যাওয়া। আবার কারও কারও আশা ১৩ আগষ্টে স্যামসাং’র নির্ধারিত ইভেন্টে যদি সত্যিই এমন কোনো চমক দেয়ার পরিকল্পনা থাকতো।
এছাড়া লক্ষণীয় খবর হলো আইএফএ ইভেন্টের এক মাস আগেই হ্যান্ডসেট ছাড়ছে স্যামসাং। কিন্তু সচরাচর এই অনুষ্ঠানে নতুন পণ্যের ঘোষণা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। অ্যাপলের আসন্ন আইফোনকে পেছনে ফেলতে সম্ভবত স্যামসাং’র এই পরিকল্পনা বলে ধারণা বিশেষজ্ঞদের।
এই বছরের শেষের দিকে নতুন আইফোন প্রকাশের কথা রয়েছে অ্যাপলের।




Discussion about this post