বিডি ল নিউজঃ বলিউডে বাঙ্গালী অভিনেতা অভিনেত্রীদের মাঝে সবচেয়ে জনপ্রিয় ভয়ের রানি বিপাশা বসু। বলিউডে তাকে সেক্স সিম্বল হিসেবেই দেখা যায় সবচেয়ে বেশী। এই তো মাত্র ক’দিন আগেই মুক্তি পেল তার অভিনীত ছবি অ্যালোন। ভৌতিক এ ছবিতে বরাবরের মতো অসাধারণ অভিনয় করেছেন তিনি। ছবিটি বেশ ভালো ব্যবসা সফলতাও পেয়েছে। সব মিলিয়ে এ ছবিটির দর্শক সাড়ায় ব্যাপক আনন্দিত বিপাশা। তবে ফুরফুরে মেজাজে থাকা বিপাশা বর্তমানে একাধিক বলিউড ছবির কাজ ফিরিয়ে দিয়েছেন। মূলত গল্প তেমন একটা পছন্দ না হওয়াতেই এসব ছবিতে অভিনয়ে রাজি হননি তিনি। তবে আরেকটি কারণও আছে। আর সেটি হলো সম্প্রতি দ্বিতীয়বারের মতো হলিউড ছবিতে অভিনয়ের জন্য কাজ করছেন তিনি। ২০১৩ সালে দ্য লাভারস ছবির মাধ্যমে হলিউডে অভিষেক হয়েছিল তার। এবার সেই ছবির সিক্যুয়ালেই অভিনয় করছেন তিনি।
গত এক সপ্তাহ ধরেই দ্য লাভারস-২ ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন বিপাশা। এ ছবিটি শেষ না করা পর্যন্ত অন্য ছবি তেমন হাতে নিতে চাচ্ছেন না তিনি। বিপাশা ভক্তদের জন্য চমকও থাকছে এ ছবিতে। এ ছবির মহরত অনুষ্ঠানে বিপাশা জানান, দ্য লাভারস-২ ছবিতে তার চরিত্রটি অনেক গুরুত্বপূর্ণ। এখানে একজন পরিপূর্ণ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণের সুযোগও থাকছে।
Discussion about this post