বিডি ল নিউজঃ চেন্নাই এক্সপ্রেস সুপার হিট না হলে এবং দীপিকার এমন সুদিন না আসলে হয়ত হ্যাপি নিউ ইয়ারে দীপিকার পরিবর্তে ক্যাটরিনা কাইফকেই দেখা যেত কিং খান শাহরুখ খানের বিপরীতে। তবে, চিন্তার কারন নেই, আবার জুটি বাঁধছে এই কাঁপল। আবারও রূপালী পর্দায় রোমান্স করবেন শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফ। প্রয়াত যশ চোপড়া পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র ‘জব তক হে জান’ এ জুটি বেধেছিলেন তারা। এবারও যশরাজ ফিল্মসের ব্যানারে দেখা যাবে তাদের। ইন্ডিয়া টুডে জানায়, যশরাজ ফিল্মস শাহরুখ ও ক্যাটরিনার রোমান্সকে আবারও পর্দায় ফিরিয়ে আনার পরিকল্পনা করছে। এমনকি নতুন এ চলচ্চিত্র নিয়ে ইতোমধ্যেই শাহরুখের সঙ্গে আলোচনা করেছেন আদিত্য চোপড়া। ছবিটি পরিচালনাও তিনি করবেন। এর আগে শাহরুখ যশরাজ ফিল্মসের বড় বড় প্রজেক্টে কাজ করেছেন। তাই ওই ছবিতে তাকে ভাবছেন আদিত্য। আর চোপড়া ফ্যামিলি বরাবরই ‘ধুম থ্রি’ খ্যাত ক্যাটের ভক্ত। ২০১৩ সালে ‘জব তাক হ্যায় জান’ চলচ্চিত্রের মাধ্যমে শাহরুখ-ক্যাটরিনার প্রেমে মেতেছিল বলিউড ভক্তরা। এখন দেখা যাক, এ জুটি আবারও সেই প্রেম জাগাতে পারে কিনা!
Discussion about this post