নিজস্ব প্রতিবেদক: অস্ত্র ও অর্থ পাচারের দুই মামলায় ‘টেন্ডার কিং’ হিসেবে পরিচিত জি কে শামীমকে আরও ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসিম এই রিমান্ড মঞ্জুর করেন।
এদিন অস্ত্র ও মাদক আইনের দুই মামলায় ১০ দিনের রিমান্ড শেষে জি কে শামীমকে আদালতে হাজির করে অস্ত্র মামলায় আরও সাতদিন ও অর্থ পাচার মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে আদালত অস্ত্র মামলায় চারদিন ও অর্থ পাচার মামলায় পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, এর আগে গতকাল মঙ্গলবার অর্থ পাচার মামলায় জি কে শামীমের সাত বডিগার্ডকে ফের ৪ দিনের রিমান্ডে দেয়া হয়। এদিন তাদের আদালতে হাজির করে জি কে শামীমসহ প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সাঈদ রিমান্ডের এ আবেদন করেন।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর গুলশানের নিজ কার্যালয়ে সাত বডিগার্ডসহ গ্রেফতার হন জি কে শামীম। পরে তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অর্থ পাচার আইনে তিনটি মামলা করা হয়। ২১ সেপ্টেম্বর শামীমের অস্ত্র ও মাদক মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত।
একই সঙ্গে সাত বডিগার্ডের অস্ত্র আইনের মামলায় চার দিন করে রিমান্ড মঞ্জুর হয়। এদিকে ২৭ সেপ্টেম্বর অস্ত্র মামলায় রিমান্ড শেষে জি কে শামীমকে মাদক আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়।




Discussion about this post