ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের জেলা আওয়ামী লীগের সদস্য জয় চৌধুরীকে শহরের প্রাইম আবাসিক হোটেলে অবৈধ মেলামেশার অভিযোগে নারীসহ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযোগে চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানান, ঠাকুরগাঁওয়ে শহরের প্রাইম আবাসিক হোটেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে নারীর সাথে অবৈধ মেলামেশার সময় জয় চৌধুরী আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের ১ হাজার জরিমানা করে কয়েক ঘণ্টা পর তাদেরকে সর্তক করে ছেড়ে দেওয়া হয়।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ হাজার টাকা জরিমানা জয় চৌধুরীকে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ঘটনার বিষয়ে জানতে চাইলে জয় চৌধুরী অস্বীকার করে মুঠোফোন কেটে দেন।




Discussion about this post