নিজস্ব প্রতিবেদক: আর মাত্র কয়েক ঘণ্টা পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তাই শেষ মুহূর্তেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নতুন করে আরো ১১১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মাঠে নামানো হয়েছে। এর আগে, গত ১৮ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মোহসিন রেজা বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গত ১৮ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে আরো ১১১ প্লাটুন নামানো হয়।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে ঢাকাসহ সারাদেশে বর্তমানেমোট ১ হাজার ১২৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
Discussion about this post