ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন নিয়ে বিরোধের জের ধরে দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। এতে কারো নাম উল্লেখ না করে অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার রাতে কোতোয়ালি থানা পুলিশের এসআই বদরুজ্জা বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
কোতোয়ালি থানার এসআই কামরুন্নাহার জানান, পুলিশের ওপর হামলা, অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্যে মহড়া, জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। মামলা নম্বর-৪৫। এতে অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার সকালে নগরীর লালদিঘির পাড়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এসময় কার্যালয়ের আসবাবপত্রসহ বিভিন্ন সরঞ্জাম ভাংচুর ও পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলে নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুঁড়ে। নেতাকর্মীরাও পাল্টা পাথর নিক্ষেপ করে। এতে দুই পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হন।




Discussion about this post