আশি-ঊর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি মামুন (৩০), এলাকা ছেড়ে চলে না গিয়ে থানায় অভিযোগ করলে বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে বিভিন্ন মাধ্যমে- এমন অভিযোগ উঠেছে।
সাভারের জিঞ্জিরা (কলমা) এলাকায় ধর্ষণের পর থেকেই রোববার (২ অক্টোবর) দিনভর বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করে স্থানীয় এই ব্যবসায়ী।
সঙ্গে আলাপকালে ভুক্তভোগী বৃদ্ধা জানান, মামুনের বাবা দানেজ আলী তার বাড়ির পাশে একটি পরিত্যাক্ত জমিতে তাকে থাকতে দিয়েছিলেন। ছোট একটি কুঁড়ে ঘরে একাই থাকেন তিনি।
স্বামী ইউসুপ শেখ জীবিত থাকতে প্রায় ২৫ বছর আগে মানিকগঞ্জের দৌলতপুর থানার বাগুটিয়া এলাকা ছেড়ে সাভারে চলে আসেন তিনি।
বলেন, “ভোরে নামাজ আদায় করে শুয়ে ছিলাম। মামুন আমার ঘরে এসে মাথার কাছে থাকা কোরআন শরিফ সরিয়ে রাখতে বলে। এরপর হঠাৎ আমাকে চেপে ধরে অত্যাচার শুরু করে”।
এদিকে থানায় অভিযোগ জানালে আরও ক্ষতি হতে পারে- এমন শঙ্কার কথা জানালেন ভুক্তভোগীর মেয়ে রেখা।
তিনি বলেন, আমরা গরীব মানুষ, এলাকায় থাকবো কিভাবে। এমনিতেই এলাকা ছেড়ে চলে না গেলে আমাদের বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছে মামুন।
এ প্রসঙ্গে ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. জয়নাল আবেদীন বলেন, খোঁজ নিয়ে জানা গেছে ধর্ষণের অভিযোগ সত্য। চেয়ারম্যানের সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তবে মারমুখী মামুনের পরিবার! অভিযোগের প্রেক্ষিতে কথা বলতে গেলে বিভিন্ন ধরনের হুমকি দেন তারা।




Discussion about this post