আশুলিয়া প্রতিনিধি: জাল টাকা তৈরি ও সরবরাহকারী চক্রের মুল হোতাকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। এসময় তার কাছ থেকে দুই লাখ জাল টাকা উদ্ধার করা হয়।
রবিবার সকালে আশুলিয়ায় থানায় সংবাদ সম্মেলনে মাধ্যমে এই তথ্য জানানো হয়।
আটক ব্যক্তির নাম রেজাউল হোসেন। তিনি গাইবান্ধা জেলার সদর থানার পূর্ব গায়েসপুর গ্রামের মুনসে হোসেনে ছেলে। বর্তমানে আশুলিয়ায় বসবাস করে এই অপকর্ম চালিয়ে যাচ্ছিলো।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে আশুলিয়া ভাদাইল থেকে রেজাউলকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় জাল টাকা বিষয়ে মামলা রয়েছে। এছাড়া আসামির তথ্যের মাধ্যমে জাল টাকা তৈরি মেশিন উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
Discussion about this post