বিডি ল নিউজঃ আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে শুরুটা খারাপ হলেও শেষ চারটি ম্যাচ জিতে পুল-বি-র তৃতীয় দল হিসেবে শেষ আটে পৌঁছল পাকিস্তান।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং নেয় আয়ারল্যান্ড। ইনিংসের শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকলেও অধিনায়ক উইলিয়াম পোটারফিল্ডের ১০৭ রানের দৌলতে নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৩৭ রান করে তারা। পোটারফিল্ডকে আয়ারল্যান্ডের কোনও ব্যাটসম্যানই সাহায্য করতে পারেননি। কার্যত অধিনায়কের একার চেষ্টায় সম্মানজনক স্কোর খাড়া করে আয়ারল্যান্ড। পাকিস্তানের পক্ষে ওয়াহাব রিয়াজ ৩ টি এবং সোহেল খান ও রাহাত আলি ২ টি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই ১২০ রান তোলে পাকিস্তান। আহমেদ শেহজাদ করেন ৬৩ রান। অন্য ওপেনার সরফরাজ আহমেদ শতরান করেন। তিনি ১০১ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক ৩৯ রানে হিট উইকেট আউট হন। শেষপর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৪৬.১ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান। এরইসঙ্গে কোয়ার্টার ফাইনালে চলে গেল পাকিস্তান। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পয়েন্ট সমান হলেও নেট রানরেটে পিছিয়ে যাওয়ায় বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল আয়ারল্যান্ডকে। আগামী শুক্রবার অ্যাডিলেডে কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান।
সূত্রঃ এবিপি আনন্দ
Discussion about this post