বিডি ল নিউজঃ প্রত্যাশিত জয়৷ শিখর ধবনের অনবদ্য শতরানের ওপর ভর করে হ্যামিল্টনে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারাল ভারত৷ বিশ্বকাপে টানা ৯ ম্যাচ জয়ের রেকর্ড মেন ইন ব্লু-র৷ এদিন টসে জিতে ব্যাটিং নেয় আয়ারল্যান্ড৷ দুরন্ত শুরু করেন পোর্টফিল্ড ও স্টার্লিং৷ শেষ পর্যন্ত রানের গতি আটকান স্পিনারেরা৷ ২৫৯ রানে অল আউট আইরিশরা৷ ৩ টি উইকেট সামিরের৷ অনবদ্য বোলিং অশ্বিনের৷ তুবে নেন ২ উইকেট৷ জবাবে ব্যাট করতে নেমেই ছন্দে ভারতীয় ওপেনিং জুটি৷ বিশ্বকাপে দ্বিতীয় সেঞ্চুরি এল শিখর ধবনের ব্যাটে৷ একদিনের কেরিয়ারে ধবনের অষ্টম সেঞ্চুরি৷ এই বিশ্বকাপে শিখরের দ্বিতীয় শতরান৷ এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান এসেছিল তাঁর ব্যাট থেকে৷ ৬৪ রানে আউট হন রোহিত শর্মা৷ ধবন আউট হওয়ার পর জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন কোহলি ও রাহানে৷
Discussion about this post