বিডি ল নিউজঃ
বিশ্ব ইজতেমার আয়োজকদের অনুরোধে অবরোধ প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার বিকেলে গাজীপুরের পুলিশ সুপার মো. হারুনর রশীদ এ-তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ সুপার বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে ইজতেমার চূড়ান্ত প্রস্তুতি বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে। সম্মেলনের আগেই ২০ দলীয় জোট তাদের অবরোধ প্রত্যাহর করে নেবে বলে আশা করছি।
হারুনর রশীদ বলেন, ‘ইজতেমার আয়োজকরা জানিয়েছেন মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় এ-জমায়েত নির্বিঘ্ন করতে চলমান অবরোধ প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন খালেদা জিয়া।’
Discussion about this post