বিডি ল নিউজঃ মাইক্রোসফটের মত ফেসবুকে তো আর ভার্সন সিস্টেম নেই। তাই, প্রতিনিয়ত আপডেট করতে হয় ফেসবুককে। বিভিন্ন অপশন সরিয়ে নতুন অপশন যোগ করাই আপডেটের মূল কাজ। আর উদ্দেশ্য একটাই ব্যবহারকারীর মন রক্ষা, বিনোদন দেওয়া। ২০১৫ সালে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক, পরিচালনার জন্য পরামর্শ দিতে ভক্তদের অনুরোধ জানিয়েছে। নতুন বছরে ব্যবহারকারীরা কি চাইছে সেই খেয়াল থেকেই এই উদ্যোগ। ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ বলেন, প্রতি বছর আমার দৃষ্টিকোণ প্রসারিত করতে একটি চ্যালেঞ্জ নেই এবং ফেসবুকের বাহিরে দুনিয়া সম্পর্কে কিছু শিখতে চাই। তিনি আরও বলেন, তিনি তার কমিউনিটি থেকে আইডিয়া নিতে পছন্দ করেন।
এ পর্যন্ত ৫৫০০০ হাজারেরও বেশি আইডিয়া পোস্ট করা হয়েছে। জনপ্রিয় পরামর্শের মধ্যে রয়েছে অনাকাঙ্ক্ষিত গেম রিকোয়েস্ট, ‘লাইক’ বাটনের পাশাপাশি ‘আনলাইক’ বাটন এবং দুঃসংবাদের জন্য ‘সরি’ বাটন। কেননা কারো দুঃখের কোন স্ট্যাটাসে ‘লাইক’ দেয়াটা বেমানান। এখন ব্যবহারকারীরা তাকিয়ে আছে ২০১৫ সালে অফিসিয়ালি ফেসবুক পেজে কি কি পরিবর্তন আসছে তা দেখার জন্য।
Discussion about this post