বিডি ল নিউজঃ কিছু দিন আগে ইন্দোনেশিয়ার আচেহতে নিয়ে আসা উদ্বাস্তুদের মধ্যে যে যুবককে ১৪ মাস আগে বাংলাদেশের সেন্ট মার্টিন্স দ্বীপ থেকে নিখোঁজ হওয়া সাব্বির হোসেন ভাবা হয়েছিল, সেটা সঠিক না বলে বলছে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার ঢাকা ব্যুরো।
ফরাসী সংস্থা এএফপি-র ঢাকা ব্যুরো প্রধান শফিকুল আলম বিবিসি বাংলাকে জানিয়েছেন, তারা নিশ্চিত করেছেন যে উদ্ধার হওয়া যুবকের নাম আব্দুল হাকিম, তার বাড়ি কক্সবাজার।
শফিকুল আলম পরে আব্দুল হাকিমের সাথে কথা বলে নিশ্চিত হয়েছেন তিনি সাব্বির হোসেন নন।
সাব্বিরের বাবা হাসানুর রহমান ও মা সেলিনা আক্তার ঢাকার কয়েকটি সংবাদপত্রে ওই অভিবাসীদের প্রকাশিত একটি ছবি দেখে বলছিলেন, উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে তাদের সন্তানও রয়েছেন।
সাব্বিরের মা সেলিনা আক্তার বিবিসিকে পত্রিকায় প্রকাশিত একটি ছবি দেখিয়ে বলেন, “আমি নির্দ্বিধায় বলতে পারি এটিই আমার ছেলে”।
মি: আলম বিবিসিকে বলেন, এএফপির যে ফটোগ্রাফার ঐ যুবকসহ অভিবাসীদের ছবি তুলেছিলেন, তিনিই আবার আচেহতে গিয়ে ছবির যুবককে খুঁজে পান।
“আব্দুল হাকিমের পরিচয় নিশ্চিত হবার পর আমরা সাব্বির হোসেনের পরিবারকে জানিয়েছি ছবির যুবক সাব্বির নয়,” মি: আলম বলেন।
ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির হাসান গত বছর ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পর সহপাঠীদের সাথে সেন্ট মার্টিন্স দ্বীপে বেড়াতে গিয়েছিলেন।
সেখানে আরও কয়েকজন বন্ধুর সাথে গোসলে নেমে নিখোঁজ হন তিনি সহ আরও পাঁচজন।
Discussion about this post