ইসলামিক ইউনিভার্সিটি এ্যালামনাই এসোয়েশেনের এর নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম ব্যাচের ছাত্র, শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারী শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আইন বিভাগের ছাত্র এবং সুপ্রিম কোর্টের এডভোকেট শাহ মনজুর। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কামাল উদ্দিন ও কোষাধ্যক্ষ বিশিষ্ট শিল্পপতি মোঃ জালাল উদ্দিন তুহিন। এছাড়াও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমদাদ উল্লাহ মিয়ান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক আজিজুর রহমান, মাহবুবুর রহমান (অতিরিক্ত সচিব), সানোয়ার জাহান ভূইয়া (যুগ্ম-সচিব), মোঃ মহিউদ্দিন আহমেদ (যুগ্ম-সচিব) সহ ৬৫ সদস্য কার্যকরি কমিটি গঠন করা হয়।
শনিবার নব গঠিত ইসলামিক ইউনিভার্সিটি এ্যালামনাই এসোসিয়েশনের কার্যকরী কমিটির প্রথম সভা ধানমন্ডি ‘চিলিস’ চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু। সভায় আগামী ১০ জানুয়ারী নতুন কমিটির উদ্যোগে নৌবিহারের সিদ্ধান্ত গৃহীত হয়।




Discussion about this post