গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে হত্যার হুমকিদাতা সোহেল মিয়াকে (২৫) গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী মধ্যরাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। সোহেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান এইচ সরকারকে হুমকি দেওয়ার কথা স্বীকার করেছেন।
রাতেই তাকে ঢাকা সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে গত ১৭ অক্টোবর (শনিবার) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইমরান এইচ সরকারকে হত্যার হুমকি দেওয়া হয়। আরাফ আল ইসলাম নামে একটি ফেসবুক আইডি থেকে এ হুমকি দেওয়া হলে ওইদিন বিকেলে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ইমরান।
ইমরান ওই সময় ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বলেন, পর্যালোচনা করে দেখা যায়, হুমকিদাতা তার ব্যক্তিগত মোবাইলের ইন্টারনেট সংযোগ ব্যবহার করে এই হুমকি দিয়েছেন। আর তার ঠিকানা হিসেবে ময়মনসিংহ জেলা ও আনন্দমোহন কলেজের উল্লেখ রয়েছে।




Discussion about this post