বিএনপির বহিষ্কৃত নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ভোর পাঁচটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ ইউসুফ আলী গণমাধ্যমকে এ কথা জানান।
কিছুদিন আগে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উস্কানি দেওয়ার অভিযোগে দেশের বিভিন্ন স্থানে ইরাদ আহম্মেদ সিদ্দিকীর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে বেশ কয়েকটি মামলা হয়। এর মধ্যে কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করে আদালত।
তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে পুলিশের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।
২০১২ সালে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে (পরে ওই ভোট হয়নি) প্রার্থী হতে মনোনয়নপত্র দাখিলের আগে ইরাদ অভিযোগ তুলেছিলেন, বিএনপির প্রার্থী করার বিনিময়ে তার কাছে অর্থ চেয়েছিলেন খালেদা। ছেলের ওই ভূমিকার কারণে দল থেকে বহিষ্কৃত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তানভীর সিদ্দিকী। এরপর থেকে তানভীর ও ইরাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে দলটির নেতারা জানান।
ইরাদের নামে খোলা একটি ফেইসবুক পাতা থেকে গতবছর শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া হয়। তার আগে বঙ্গবন্ধুকে নিয়ে ব্যাঙ্গাত্মক ছবিও আসে ওই ফেইসবুক পাতায়। এরপর তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় মামলা হয়। তখন ইরাদ যুক্তরাষ্ট্রে ছিলেন বলে পরিবারকে উদ্ধৃত করে গণমাধ্যমে খবর আসে।
Discussion about this post