নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মেঘনা নদীতে ইলিশ ও জাটকা শিকারের অপরাধে ১৫ জেলেকে দুই বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
পরে, দণ্ডাদেশপ্রাপ্ত জেলেদের কারাগারে পাঠানো হয়েছে।
দণ্ডাদেশপ্রাপ্ত জেলেরা হলেন- নজরুল ইসলাম (২০), দেলোয়ার (২৬), আব্দুল করিম (২৫), বাবুল (৩২), ইউনুছ (২৬), সেলিম (২১), মহিউদ্দিন (২৬), দুলাল (২৬), মো. হাসান (২৮), আনোয়ার হোসেন (৩৬), আলী আহসান (৪৪), রাসেল (২৩), মো. ফারুক (২১), আলমগীর হোসেন (২২) ও আমির হোসেন (২২)। তারা শরীয়তপুর ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশাররফ হোসেন জানান, শনিবার রাতে মেঘনা নদীর চাঁদপুর সদর উপজেলার হরিণাঘাট এলাকা থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানকালে ইলিশ ও জাটকা শিকারের অভিযোগে ১৫ জেলেকে আটক করা হয়।




Discussion about this post