মৌলভীবাজারে ইসলাম ধর্ম ও মহানবীকে (সা:) নিয়ে কটূক্তিপূর্ণ ফেসবুক স্ট্যাটাস শেয়ার করায় শ্রী মিল্টন দাস (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।
এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানায় আইসিটি আইনে একটি মামলা করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, কিছুদিন ধরেই ‘উত্তম কুমার দাস’ ফেসবুক আইডি থেকে ইসলাম, মহানবী, হজরে আসওয়াদ নিয়ে কটূক্তি করা হচ্ছিল।
সম্প্রতি মৌলভীবাজারের গোমড়া এলাকার মিল্টন দাস ওই পোস্টগুলো শেয়ার করে। বিষয়টি জানাজানি পর জগন্নাথপুর গ্রামের মাওলানা ফারুক আহমদ খান বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় মিল্টন দাস ও অজ্ঞাত উত্তম কুমার দাসকে আসামি করে আইসিটি আইনে মামলা করেন।
এ নিয়ে গোমড়া ও জগন্নাথপুর এলাকায় মিছিল মিটিং করা হয়। স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যরা মিল্টন দাসকে ধরে থানায় সোপর্দ করে। পরে পুলিশ তাকে জেল হাজতে পাঠায়।
এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ওসি অকিল উদ্দীন আহমদ বলেন, ‘মামলার তদন্ত চলছে। একজন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।’
Discussion about this post