নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছেন আ স ম আবদুর রবের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, মাহমুদুর রহমান মান্না, সুব্রত চৌধুরী, আবদুল মালেক রতন ও বরকত উল্লাহ বুলু।
আজ সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে আ স ম আবদুর রবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদার সঙ্গে বৈঠকে বসে।
ইসির জনসংযোগ শাখার পরিচালক এস এম আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
ধারণা করা হচ্ছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে তাঁরা কথা বলবেন।
এর আগে গত শনিবার ঐক্যফ্রন্টের পক্ষ থেকে গণফোরামের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসির সঙ্গে কথা বলে। এ সময় সংলাপ শেষ না হওয়া পর্যন্ত একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা না করার আবেদন জানায় ঐক্যফ্রন্ট।
এ রকম বাস্তবতায় গতকাল রোববার একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ৮ নভেম্বর ঘোষণা করা হবে বলে কমিশনের ৩৯তম সভায় সিদ্ধান্ত হয়।




Discussion about this post