নিজস্ব প্রতিবেদক: আসন্ন একাদশ সংসদ নির্বাচনে সকল প্রার্থীর জন্য ‘সমান সুযোগ’ চেয়ে আবারো নির্বাচন কমিশনে (ইসি) বৈঠক বসেছে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাসহ অন্যান্য কমিশনারসহ ইসি সচিবও উপস্থিত আছেন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সাথে বৈঠকে বসে ঐক্যফ্রন্ট।
ঐক্যফ্রন্টের গণমাধ্যম কর্মকর্তা মেহেদী মাসুদ সাংবাদিকদের বলেন, ঐক্যফ্রন্ট আগামী ২৭ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশসহ বিভিন্ন বিষয়ে কথা বলতে ইসিতে গেছেন তারা।
বৈঠকে উপস্থিত আাছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনসহ জোটের শীর্ষ নেতারা। বৈঠকে আরো উপস্থিত আাছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, মির্জ আব্বাস, নজরুল ইসলাম খান, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোস্তফা মহসিন মন্টু, সুব্রত চোধুরী, ড. জাফুরুল্লাহ চৌধুরী প্রমুখ।
Discussion about this post