বিডিলনিউজঃ আগামী মঙ্গলবার বিকেল ৪টায় আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয়ে অবগত করতে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা। উক্ত দিন বিকেল ৪টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবার কথা আছে। নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন কমিশনের এক কমিশনার এ তথ্য জানিয়েছেন।

কমিশনার বলেন, আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি, নির্বাচনে প্রার্থীদের সুযোগ-সুবিধা, রাষ্ট্রীয় সহায়তা ইত্যাদি বিষয়ে ওই বৈঠকে আলোচনা করা হবে। রাষ্ট্রপতি দেশের অভিভাবক হিসেবে তাঁর সঙ্গে নানা সলা-পরামর্শ নেয়া হবে বলেও জানান ওই কমিশনার। এদিকে তফসিল সংক্রান্ত সভা শিগগিরই অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, একজন কমিশনার দেশের বাইরে রয়েছেন। তিনি ২১ তারিখে দেশে ফেরার পর তফসিল সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
Discussion about this post