নড়াইল প্রতিনিধি: নড়াইলে ইয়াবাসহ চাকুরিচ্যুত সেনাসদস্য এস এম সৌরভ হোসাইনকে (৩৭) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার সন্ধ্যায় জেলা কারাগারের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সৌরভ মাগুরা সদরের ভিটাসাইর গ্রামের এস এম মোক্তার হোসাইনের ছেলে এবং নড়াইল আনসার ক্যাম্প এলাকায় ভাড়া বাড়িতে থাকেন।
পুলিশ জানায়, ডিবি পুলিশের উপ-পরিদর্শক(এসআই) তাহিদুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জেলা কারাগার এলাকায় অভিযান চালায়। এসময় মামদক ব্যবসায়ী সৌরভ পুলিশের হাতে আটক হন। পুলিশ তার দেহ তল্লাশী করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন মাদকসহ এক জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, নড়াইল জেলা মাদকমুক্ত করার লক্ষ্যে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।




Discussion about this post