বিডি ল নিউজঃ
কিশোরগঞ্জে ঈশাঁখা এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১১টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রেনে আগুন দেয় তারা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভৈরব থেকে আসা ময়মনসিংহগামী ঈশাঁখা এক্সপ্রেস ট্রেনটি রাতে কিশোরগঞ্জ রেলস্টেশনে অবস্থান নিলে দুর্বৃত্তরা ট্রেনের জানালা দিয়ে কেরোসিন ঢেলে সিটে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন আগুন দেখে চিৎকার করতে থাকলে রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হয়। এতে ট্রেনের ভেতরের চারটি সিট পুড়ে যায়।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার জয়ন্ত মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়মনসিংহগামী ঈশাঁখা এক্সপ্রেস স্টেশনে দাঁড়ানো অবস্থায় দুর্বৃত্তরা আগুন লাগিয়ে চলে যায়। তবে ট্রেনের চারটি সিট ছাড়া তেমন কোনো ক্ষতি হয়নি।
Discussion about this post