
নাশকতার তিন মামলায় জামিন চেয়ে উচ্চ আদালতে আবেদন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার।
রোববার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডা ও মুগদা থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় তিনি এ আবেদনগুলো দাখিল করেন।
এমকে আনোয়ারের আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
এমকে আনোয়ারের বিরুদ্ধে ২০১৫ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় ২১টি মামলা দায়ের করা হয়। বর্তমানে বিএনপির এ সিনিয়র নেতা কুমিল্লার কারাগারে রয়েছেন।




Discussion about this post